তেলের দাম বৃদ্ধি, রাজশাহীতে পরিবহন বন্ধের ঘোষণা

Passenger Voice    |    ০১:১৬ পিএম, ২০২১-১১-০৪


তেলের দাম বৃদ্ধি, রাজশাহীতে পরিবহন বন্ধের ঘোষণা

তেলের দাম বৃদ্ধিতে ভাড়া সমন্বয় না হওয়ায় রাজশাহীতে আগামীকাল শুক্রবার থেকে বাস, ট্রাকসহ সব ধরনের পরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির রাজশাহী বিভাগীয় সভাপতি ও রাজশাহী সড়ক পরিবহণ গ্রুপেরর যুগ্ম সাধারন সম্পাদক সাফকাত মঞ্জুর বিপ্লব জানান, তেলের দাম লিটারে ১৫ টাকা বেড়েছে।

এ অবস্থায় বর্তমান ভাড়ার সঙ্গে তেলের দামের কোনো সমন্বয় হচ্ছে না। ভাড়া না বাড়ালে পরিবহন মালিকদের লোকসানের মুখে পড়তে হবে। তেলের দামের সঙ্গে ভাড়ার সমন্বয় দাবিতে শুক্রবার থেকে রাজশাহী বিভাগের সব রুটে বাস, ট্রাক চলাচল বন্ধ থাকবে।